আবু হাসান নবীনগর প্রতিনিধি।
জয়নাল হত্যার আজ ১০ দিন, এখনও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নী, মাতৃত্বের আর্তনাদের কাছে হেরেগেছে সন্তানের বেঁচে থাকা, সন্ত্রাসী আলী আকবর বাহিনীর নৃশংসতার কাছে হেরেগেছে আরো একটি বেঁচেথাকার আশাবাদী প্রাণ জয়নাল, প্রভাবশালীদের অপ-আত্মার শক্তি রূপে বিস্তৃত সন্ত্রাস আলী আকবর ও তার বাহিনী এখনও প্রশাসনের নাগালের বাইরে।
সত্যিই কি নাগালের বাইরে নাকি প্রশাসনের অধিনেই আছে এই সন্ত্রাসী বাহিনী এমন প্রশ্ন এখন প্রতিটি জনমনে।
যে দেশে বাংলা ভাইএর মতো জঙ্গি নির্মূল সম্ভব হয়েছে, যে দেশে যুদ্ধাপরাধীদেরও বিচার হয়েছে, এই বাংলার আইনের কাছে আকবর বাহিনী নির্মূল করা খুবই সামান্য বিষয়।
তবুও ১০ দিন অতিক্রম হয়েগেছে, জয়নাল হত্যার কোনও সুরাহা হয়নী, বরং আতঙ্কে দিন কাটাচ্ছে জয়নালের পরিবার।
বৃদ্ধ মায়ের হাতে পর্যন্ত কুপ দিয়েছে ধারালো অস্ত্র দিয়ে জয়নাল হত্যার নেশায় আকবর বাহিনী ।
এই কিছুদিনে ১০ অধিক খুন ও একাধিক ধর্ষণের মতো ঘটনা ঘটে গেছে এই নবীনগরে, এমন পরিস্থিতি সন্ত্রাসবাদ অপেক্ষা প্রশাসনের ক্ষমতা হ্রাস পেয়েছে বলেই প্রমাণিত হচ্ছে, যা কখনোই বাংলা দেশের কাম্য হতে পারেনা।
এমন দুর্ভোগে নবীরগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামকে পাশে পেয়ে আবেগ তারিণী হতদরিদ্র (মৃত) জয়নালের বৃদ্ধা মায়ের বুকফাটা আর্তনাদ স্বরে শুধু একটাই চাওয়া " জয়নালের হত্যাকারীদের বিচার চাই।"
জয়নাল হত্যার বিচার এখন আর জয়নালের মায়ের নয়, এই বিচার চাওয়া এখন নবীনগরবাসীর, এই চাওয়া একজন বিবেকবান মানুষের, এই চাওয়া বিবেকের, বিচার হোক জয়নাল হত্যার, বিচার হোক আকবর বাহিনীর।
"সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও " এমন শ্লোগানে মুখরিত নবীনগরের প্রতিটি জনমনে, আর যেন কোন জয়নাল খুন না হয়, আর যেন কোনও সন্ত্রাসবাদ এই নবীনগরে প্রতিষ্ঠিত না হয়, এমন আকুতিপূর্ণ চাওয়া, প্রশাসনের প্রতি আর্তনাদ প্রতিটি নবীনগরবাসীর।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com