মোঃইয়াসিন,সাভার প্রতিনিধি:
ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে ডোবার পানি থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আশরাফুল ইসলাম (২৫) নামের ঐ ব্যাক্তি আমিন বাজারে মোটর মেকানিক শ্রমিক হিসেবে কর্মরত ছিলো। শনিবার (১৮এপ্রিল)বিকেল ৫টার দিকে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়াতুর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান। এর আগে, বেলা ১২টার দিকে আমিনবাজারের উত্তর কাউন্দিয়া এলাকায় শহীদুল্লাহ ব্রিকফিল্ডের পাশে থেকে মরদেহটি উদ্ধার করে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা। আশরাফুল ইসলাম শেরপুর জেলা থানার রোহাবেল গ্রামের মুনসুর আলীর ছেলে। তিনি আমিন বাজারের বেগুনবাড়ির রাজুবাবার বাড়িতে স্ত্রীসহ থাকতেন। তিনি এক মোটর গ্যারেজে কাজ করতেন। সাভার ফায়ার সার্ভিস অফিসের সিনিয়ার স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, আমিনবাজারে শাখা সড়কের পাশে ইটভাটার মাটি ভেকু দিয়ে কাটা এক গভীর ডোবার পানির ভেতরে আশরাফুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে প্রচুর পানা ও গর্তের গভীরতা বেশি হওয়ায় তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। খবর পেয়ে সাভার ফায়ার স্টেশন ঢাকা থেকে দুই সদস্যের ডুবুরি দল এসে মরদেহটি উদ্ধার করে। এসআই সাফায়াতুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com