রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি সিলেট
সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ইসলামী যুবসংঘ ও আমানতপুর জামেমসজিদ কমিটির উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল ৪ ফেব্রুয়ারি ২০২২ ইংরেজি শুক্রবার বাদ জুমা হতে মধ্যরাত পর্যন্ত মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মর্তুজ আলী আমানতপুরী, বিশেষ অতিথি হিসাবে বয়ান পেশ করবেন হযরত মাওলানা ছদরুল আমিন জগন্নাথপুরী, হযরত মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী, হযরত মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল মামুন সিলেট, হযরত মাওলানা আব্দুল মুমিন দুদু, হযরত মাওলানা আব্দুল বাছিত।
সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আহসান হাবিব ইমাম ও খতিব আমানতপুর জামেমসজিদ, বিশিষ্ট মুরব্বি হাজ্বি আব্দুল জব্বার ও আব্দুল মনাফ।
উক্ত দ্বীনি মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত হয়ে দুনিয়া ও পরকালের ফায়দা হাসিলের জন্য মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আহবাণ করা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com