শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
রিপোর্টার: মোঃ রাসেল হোসেন।
অনুষ্ঠিত হলো ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের কমিটি ঘোষণা।
সভাপতি হলেন লিও এস জেড অপু সম্পাদক লিও কাজী মানিক।
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ড্রিস্ট্রিক্ট ৩১৫ বি২-এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল-এর যুব সংগঠন ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের ২০২৫-২৬ লিও বর্ষের কেবিনেট ঘোষণা করা হয়েছে। কেবিনেটে সভাপতি পদে লিও এস.জেড অপু ও সেক্রেটারি লিও কাজী মানিক নির্বাচিত হয়েছেন।
এছাড়া ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট লিও আব্দুল্লাহ আল আমীন ও সেকেন্ড ভাইস-প্রেসিডেন্ট -লিও তৌহিদুল ইসলাম , থার্ড ভাইস-প্রেসিডেন্ট লিও আরমান আলম রিমন এবং ট্রেজারার-লিও আব্দুল্লাহ আল মনির কে মনোনিত করা হয়।
শহরের উত্তর ডাক্তার পাড়াস্থ হাজী আব্দুস সালাম ম্যানসনে, ফেনী লায়ন্স ফ্যামিলির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও কাজী ফাহাদের অনুরোধে, চার্টার সভাপতি লিও রাহাত আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কমিটি ঘোষণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২ এর রিজিয়ন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব ফেনী অর্কিডের প্রাক্তন সভাপতি ও ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের চার্টার এডভাইজার লায়ন মহিনুর জাহান লাবনী এমজেএফ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর সভাপতি লায়ন প্রভাষক ফারুক আহমেদ, লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের লায়ন আবুল কালাম আজাদ, লায়ন সৈয়দ আশ্রাফুল হক আরমান, লায়ন মোহাম্মদ ওয়াসিম প্রমুখ।
উল্লেখ্য যে, ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের ২০২৫-২৬ লিও বর্ষের এডভাইজার হিসেবে থাকবেন লায়ন মহিনুর জাহান লাবনি এমজেএফ, এবং কো-এডভাইজার হিসেবে লিওদের দিক নির্দেশনা দিবেন লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের চার্টার প্রেসিডেন্ট লায়ন পলাশ চন্দ্র সূত্রধর । কমিটি ঘোষণার আগে লায়ন নেতৃবৃন্দের এক জরুরি সভায় কমিটি বিষয়ে আলোচনা ও বাচাই করেন। পরবর্তীতে উক্ত কেবিনেট সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।