মোঃ এবাদুল ইসলাম,আত্রাই উপজেলা প্রতিনিধিঃ ইয়াস উপজেলা পরিদর্শক ঃ
"দেশের বায়ু, দেশের মাটি,গাছ লাগিয়ে করবো খাঁটি" এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আত্রাই উপজেলাই ইয়াস পরিবেশ ও মানবাধিকার ক্রাইম তদন্ত সোসাইটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি করা হয়েছে।
বৃক্ষ রোপন কর্মসূচিতে সার্বিক সহযোগীতায় ছিলেন, "ইয়াস"আত্রাই উপজেলা কমিটির সকল সদস্যগন।
সুদরানা গ্রামের মোঃ মোজ্জামেল হোসেন, বলেন, একটি গাছ প্রকৃতির সাথে আমাদের সবচেয়ে নিবিড় সংযোগ স্থাপন করে। মানব চেতনা প্রশংসার দ্বারা লালিত হয়, যেমন একটি চারা গাছ মাটি, পানি এবং সূর্য দ্বারা লালিত হয়। তাই রোপিত গাছ গুলো আগামী প্রজন্মকে উৎসাহিত করবে বৃক্ষরোপন কর্মসূচিকে।
এলাকার প্রতিটি প্রতিষ্ঠান,মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে ফলজ ও বনজ প্রজাতির বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে সূচিত হয় এলাকার উন্নয়নের নতুন ধারা।
উক্ত বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন, মোঃ এবাদুল ইসলাম, ইয়াস উপজেলা ক্রাইম তদন্ত পরিদর্শক, মোঃ রায়হান কবির, সাধারন সম্পাদক (ইয়াস) মোঃ জিয়াউর রহমান, আইন সম্পাদক (ইয়াস), মোঃ জহুরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মোতালেব হোসেন, সুৃমন কর্মকার, এবং এলাকার অনেক গুণীজন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com