রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি।
আগামীকাল (১ সেপ্টেম্বর) ২০২০ ইং মঙ্গলবার থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সেই সিদ্ধান্তের আলোকে মঙ্গলবার থেকে আগের ভাড়ায় চলবে সব ধরনের গণপরিবহন।
সরকারের নতুন শর্তাবলী ও নির্দেশনা না মেনে চললে পরিবহন শ্রমিকদের প্রতি ব্যবস্থা নেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।
গত (২৯ আগস্ট) শনিবার রাজধানীর নিজ বাসভবন থেকে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সার্বিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনা করে সরকার আগামী ১ সেপ্টেম্বর হতে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ ক্ষেত্রে কয়েকটি শর্ত সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে।
সেগুলো হলো- গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী বহন করা যাবে না। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে। ক্লিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।
এ সময় নিয়ম এবং শর্ত মেনে পরিবহন চালানোর জন্য পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি যাত্রী সাধারণকেও মাস্ক ব্যবহারসহ নিজের সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।
কাদের বলেন, নতুন সিদ্ধান্তের বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম জোরদার করতে বিআরটিএকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশসহ সংশ্লিষ্টদের এ বিষয়টি কঠোরভাবে প্রতিপালনের অনুরোধ জানান।
এর আগে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে গণপরিবহন সমুহের ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়, কিন্তু কিছুদিন যেতে না যেতে দেখা যায় চালকেরা তা মানছেনা ইচ্ছামাফিক যাত্রীবহণ করে চলছে এবং যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়াও আদায় করছে এ নিয়ে দেশের অনেক জায়গায় যাত্রী ও চালকদের মাঝে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায় সরকার আগামীকাল থেকে পূর্বের ভাড়ায় পরিবহণকে চলাচলের সিদ্ধান্ত দিয়েছেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com