হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল কেন্দ্রে করোনা প্রতিরোধক দ্বিতীয় টিকা গ্রহণ করলেন আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক নওশাদ আলী ।
রবিবার (২এপ্রিল ) দুপুরে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার শেষ ডোজ গ্রহণ করেন তিনি।
গত দুই মাস পূর্বে আনুষ্ঠানিক ভাবে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনা প্রথম টিকা গ্রহণ করেছিলেন আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক নওশাদ আলী।
আওয়ামীলীগ এর এই নেতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই করোনা প্রতিরোধক টিকা দেশবাসীর জন্য ব্যবস্তা করায়।তিনি অতি দ্রুত আমাদের মাঝে করোনা টিকার ব্যবস্থা করেছেন।
তিনি আরও বলেন, টিকা গ্রহণ করার পর আমি মানসিক ভাবে সুস্থ আছি।তবে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিকা দান কারী কোন প্রতিরোধকগ্রহণ না করেই এবং টিকা দানের স্থানে ডেটল বা অন্য কিছু দিয়ে জ্বীবানু পরিস্কার না করেই কাজ চালায়ে নিচ্ছেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com