শিহাব অাহম্মেদ-স্টাফ রিপোর্টার:
বিপিডিএ এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ডাঃ আর এম রনি ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব ডাঃ রাকিবুল ইসলাম তুহিন স্যার এর সম্মতিক্রমে অন লাইনে মহামারী করোনা ভাইরাসের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন ডাঃ মোঃ মুক্তাদির রহমান (MBBS, DMU,CCU) স্যার। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করে সাফল্যের সহিত অন লাইন মহামারি করোনা ভাইরাস (COVID-19) প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ করেন এবং সার্টিফিকেট অর্জন করেন ডাঃ মোঃআকতার হোসেন ডি এম এফ, সংগঠক বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন।
রাজশাহী জেলা। মহামারী করোনা ভাইরাসের( COVID-19) এর উপর অন লাইনে সার্টিফিকেট অর্জন করায় আমরা বিপিডিএ এর সকল পরিবার /সদস্যবৃন্দ আনন্দিত ও গর্বিত । শুভ ও সুন্দর হোক আপনার আগামীর পথ চলা ।
দিন বদলের বইছে হাওয়া
বিপিডিএ মোদের প্রথম চাওয়া
এসো নবীন এসো প্রবীন
বিপিডিএ এর ছায়া তলে
বিপিডিএ এর ৬৮ হাজার গ্রাম বাংলার পল্লী চিকিৎসক দের কথা বলে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com