রবিবার, ১৩ Jul ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি লোকমান হোসেন দীর্ঘদিন ধরে পা ভাঙার কারণে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিলেন। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন এবং শারীরিক অসুস্থতার কারণে কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
এই খবর জানার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে এবং সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দ্রুত লোকমান হোসেনের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন দলীয় নেতাকর্মীদের।
তাঁর নির্দেশনায় শনিবার (১২ জুলাই) বিকেলে ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, নাউতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, এবং উপজেলা তাঁতী দলের সভাপতি আব্দুস সাত্তার-সহ স্থানীয় নেতৃবৃন্দ লোকমান হোসেনের বাড়িতে যান। তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত লোকমান হোসেন বলেন, “দল সবসময় আমাদের পাশে আছে, এই সহায়তা তারই প্রমাণ। তুহিন ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই সহযোগিতা ও খোঁজখবর আমাকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে।”
স্থানীয় বিএনপি নেতারা জানান, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দলের যেকোনো নেতাকর্মীর দুঃসময়ে তিনি পাশে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর এই দৃষ্টান্তমূলক ভূমিকা ডিমলা বিএনপির মানবিক চেতনাকে আরও দৃঢ় করেছে।
এই সহযোগিতার ঘটনা দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। অনেকে মন্তব্য করেছেন যে, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবার। যেখানে কেউ কষ্টে পড়লে বা বিপদে পড়লে অন্যরা তাকে সহায়তা করতে এগিয়ে আসে।”
জামান মৃধা-০১৭৩০-৯৮৩৮৯৭
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।