বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
শিহাব অাহম্মেদ-স্টাফ রিপোর্টার:
রবিবার ৩১মে ২০২০ নোভেল করোনার প্রাদুভাবে আর্থিক সংকটে ভুগছেন প্রান্তিক কৃষকেরা। শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েন। এমন পরিস্থিতিতে চিন্তিত প্রান্তিক কৃষকের পাশে দাড়িয়েছে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন ((বিপিডিএ))-পরিবার কৃষকের ফোন পেলে ধান কাটতে ছুটে যাচ্ছে গেছেন বিপিডিএ রংপুর জেলা সভাপতি ডাঃ এম এ রহিম মিয়া কৃষকের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন তিনি।
শনিবার (৩১মে) দুপুরে উপজেলার দক্ষিণ অনন্তরাম গ্রামের দরিদ্র কৃষক হযরত আলীর ২০শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় বিপিডিএ পরিবার ডাঃ এম এ রহিম মিয়ার নেতৃত্বে ওই কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হয়।
জানা গেছে, করোনার প্রভাবে শ্রমিক সংকটে ভুগছিলেন ওই কৃষক। কোথাও শ্রমিক না পাওয়ায় পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। পরে আর্থিক সংকটের বিষয়টি বিপিডিএ রংপুর জেলা সভাপতি কে ফোন করেন জানান কৃষক হযরত আলী। কৃষকের ফোন পেয়ে সাথে সাথে ছুটে যান সেখানে। ওই কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন তাঁরা। বিপিডিএ পরিবার ওই কৃষকের ২০ শতাংশ ব্রি-২৯ ধান কেটে বাড়ি পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন বিপিডিএ- এর রংপুর জেলার সন্মানিত সভাপতি ডাঃ এম এ রহিম মিয়া সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
বিপিডিএ রংপুর জেলা সভাপতি ডাঃ এম এ রহিম মিয়া বলেন, ‘বিপিডিএ এর মহাসচিব এ নির্দেশনা অনুযায়ী আমরা অসহায় গরীব কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি।আমরা সবসময় ভালো কাজে আছি এবং থাকবে ইনশাআল্লাহ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।