বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
আবু সায়েম মোহাম্মদ সা-‘আদাত উল করীম:
স্বপ্নদ্রষ্টা একদল তারুণ্যের সাহসী উদ্যোগে হাসি ফুটেছে সুবিধা বঞ্চিত অসংখ্য অসহায় মানুষের মুখে। কোভিড-১৯ করোনা ভাইরাসের মহামারীতে অসহায় ও বুবিধা বঞ্চিত মানুষকে সহায়তা করার জন্য গত বছরের মতো এ বছরেও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ এর উদ্যোগে আয়োজন করেছে এই ফ্রি হাটের! অর্থাৎ যে হাট থেকে কোন প্রকার টাকা ছাড়াই পাওয়া যায় (কেনাকাটা ) করা যায়! অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্যি।
শুধু কি তাই? এছাড়াও রয়েছে মধ্যবিত্ত পরিবারের জন্য যারা ফ্রি হাটে এসে প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিতে লজ্জাবোধ করেন। তাদের বাড়ীতে লোক চক্ষুর আড়ালে পৌঁছে দেওয়ার সুব্যবস্থাও করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
এমন মহতী এই উদ্যোগকে স্থানীয় সকল শ্রেণির লোকজন সাধুবাদ জানিয়েছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।