মোঃ ইউসুফ খাঁন বিশেষ প্রতিনিধি।
আমার ভাইয়ের রক্তের বিনিময়, অমর একুশে ফেব্রুয়ারি বাংলা জাতীর ভাষা আন্দোলনের দাবীতে নিহত শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ইয়াস পরিবেশ ও মানবাধিকার সংস্থার উপ-পরিচাক মোঃ ইউসুফ খাঁন।
মানিক রায় বলেন। একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি স্বরনীয় দিন। ১৯৫২ বায়ান্ন সালের এই দিনে আমাদর মাতৃভূমির সাহসী সন্তানেরা, মাতৃভাষার মর্যাদার রক্ষায় আত্ব্য ত্যাগ করেছিলেন।
তখন থেকে দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে আসছি।
১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা করে।
সেই সকল ভাসা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ইয়াস পরিবেশ ও মানবাধিকার সংস্থা নীলফাসারী জেলা কমিটির নারী ও শিশু বিষয় সম্পাদিকা জেসমিন
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com