রিপোর্টঃ আরিফুল ইসলাম মামুন -
অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা'র টানা অনুসন্ধানী তৎপরতায় অবশেষে ভুয়া এসডি টিভিতে সাংবাদিক নিয়োগের নামে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেয়া প্রতারকচক্রের ২ সদস্য কে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ (১১জুন) সকাল ১১ টায় অগ্রযাত্রা'র দেয়া তথ্যানুযায়ী এএসপি প্রনব কুমারের নেতৃত্বে র্যাব-১১ এর একটি আভিযানিক দল নরসিংদীর মনোহরদি থানাধীন হাতিরদিয়া বাজার নামক এলাকায় প্রতারনা করে টাকা নেবার সময় হাতে নাতে গ্রেপ্তার করে সাংবাদিকের ছদ্মবেশে থাকা দুই প্রতারক নজরুল ইসলাম মামুন ও আলমগীর হোসেনকে।
তারা দীর্ঘদিন যাবত প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে প্রতারনা করে আসা ভুয়া এসডি টিভি চক্রের পক্ষ থেকে ময়মনসিংহ, নরসিংদী, বি-বাড়িয়া এলাকায় সাধারণ মানুষদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা তুলতো। হাতে নাতে গ্রেপ্তারের পর র্যাবের কাছে নিজেদের দোষের স্বিকারোক্তিও দিয়েছে এই দুই প্রতারক। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মূলত, গত ১৫ মে অনুসন্ধান মূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা'র এন্টি সাইবার ক্রাইম ইউনিটের কাছে দৈনিক মানবজমিন পত্রিকায় নিয়োগের নামে ফেসবুকে প্রতারণার কিছু তথ্য আসে। সেই তথ্যের সত্যতা নিশ্চিত করতে গিয়ে অগ্রযাত্রা'র অনুসন্ধানী সাংবাদিকরা ভুয়া এসডি টিভির অস্তিত্ব খুঁজে পায়। এনিয়ে অগ্রযাত্রা'র প্রিন্ট, অনলাইন ও ভিডিও সংস্করণে পরপর একাধিক সংবাদ প্রকাশ করা হয়।
এরপর বেড়িয়ে আসতে থাকে প্রতারক চক্রটির অনলাইনে ও অফলাইনে প্রতারণার একের পর এক লোমহর্ষক তথ্য। বিষয়টি সম্পর্কে অগ্রযাত্রা'র অনুসন্ধানী দল যত ধরণের তথ্য পেয়েছে তার সবই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সাথে নিয়মিত আদান প্রদান করা হয়েছিলো। এছাড়া প্রতারক চক্রটির সকল প্রকার গতিবিধির ওপর অনলাইনে ও অফলাইনে নজর রেখেছিলো অগ্রযাত্রা'র এন্টি ক্রাইম টিমের সাংবাদিকরা। তারই প্রেক্ষিতে সুনিশ্চিত তথ্যের ভিত্তিতে আজ নরসিংদী থেকে আটক হলো ২ প্রতারক। তবে প্রতারক চক্রটির মুল মাস্টারমাইন্ড এখনও ধরা ছোঁয়ার বাইরে বলে তথ্য রয়েছে অগ্রযাত্রার হাতে।
তবে অগ্রযাত্রা'র ভারপ্রাপ্ত সম্পাদক ও অনুসন্ধান বিভাগের প্রধান এইচ এম মেহেদী হাসান অর্নব জানিয়েছেন - এই প্রতারক চক্রটির মূল হোতা অত্যন্ত ভয়ংকর প্রতারক। সে দেশের বিভিন্ন এলাকা থেকে কোটি কোটি টাকা অভিনব কৌশলে প্রতারণার মাধ্যমে লুট করেছে বলে নিশ্চিত তথ্য রয়েছে আমাদের কাছে। আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত তা সরবরাহ করা হচ্ছে। আশা করছি অবিলম্বে তাকেও গ্রেপ্তারে সক্ষম হবে আইনশৃঙ্খলা বাহিনী৷ তিনি আরো বলেন-
দেশে অনলাইনে কিংবা অফলাইনে যেকোন অপরাধের বিরুদ্ধে অগ্রযাত্রা দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে নিরলস কাজ করে যাবে। ইনশাআল্লাহ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com