মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০১:১১ অপরাহ্ন
মোঃ মাহবুর রহমান
রাখাল ছেলে সকাল বেলা
বাঁশি হাতে জমাই মেলা
বর্ষা কালে মাতল মাথাই
চিকোন সুতার পন্থ হারায়
দেখতে কালো বাঁশের বাঁশি
তার সুরে মধুর ডালি
বাঁশির সুরে পল্লী রানী
লইয়া যায় কলস খানি
লম্বা কুন্তুল কাঁধে ফেলে
বাঁশ বনের আড়াল পেতে
চাইয়া থাকে তাহার লাগি
কখন বাজবে রাখালের বাঁশিটি
জানে নাতো রাখাল ছেলে
বাঁশির সুরে নিয়েছে কেড়ে
না জানি কার মনটি
কাজল কালো মায়াবী চোখে
রাখাল ছেলেকে ইশারায় ডাকে
শুনাও ওগো তোমার সেই
কালো বাঁশির সুরটি
সত্যি আমি তোমার সুরের
প্রেমে পড়েছি
বাজাও না গো তোমার
কালো বাঁশের বাঁশিটি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।