শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৪ অপরাহ্ন
আফতাব মেহেদী গালিব, লক্ষীপুর পৌরসভা প্রতিনিধি:
লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে ছাত্রলীগের নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী নাহিদা আক্তার রিমকে সভাপতি ও প্রথম বর্ষের ছাত্রী তাসমিহা জাহান স্নিগ্ধাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। ২৫ বছর পর দ্বিতীয়বারের মতো মহিলা কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণা করে রাজনৈতিক অঙ্গণে প্রশংসিত হয়েছে জেলা নেতৃবৃন্দ।
আজ সোমবার (২২ মে) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।এ ছাড়া উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী আয়েশা সিদ্দিকাকে সহসভাপতি ও ইসরাত জাহানকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, এক বছরের জন্য সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, কলেজটির ইতিহাসে এটি ছাত্রলীগের দ্বিতীয় কমিটি।
২৫ বছর আগে মহিলা কলেজে প্রথম ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি পূর্ণাঙ্গ ছিল না। আমরা নতুন কমিটি কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ করব।
All rights reserved © 2020-2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।