রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
নিশাত জাহান ইভা,স্টাফ রিপোর্টার :
দিনের বেশির ভাগ সময়ই রংবাহাদুর পরিচর্যায় ব্যস্ত থাকতে হয়।
গরুটির রং কালো সাদা নাম ‘রংবাহাদুর । ওজন ৩২ মণ। দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। এতেই আলোচনায় এসেছে কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নে পুর্ব গনমানপুরুরা গ্রামেহাজী সিদ্দিকুর রহমান গরুটি। ১১লাখ টাকা দাম হাঁকানো হয়েছে। বুধবার বিকেলে হাজী সিদ্দিকুর রহমান বাড়িতে গিয়ে দেখা যায়,। রংবাহাদুর ‘নামে গরুটি দেখতে বেশ নাদুসনুদুস। হাজী সিদ্দিকুর রহমান বলেন, সাড়ে তিন বছর বয়সের গরুটি এখন পালন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। দুই বেলা গোসল, খাওয়ানোর কাজ করতে হয়। সয়াবিন খইল, বিচালি, ঘাস ও ভুট্টার কুড়া খাওয়াতে প্রতিদিন খরচ হয় ৫০০ টাকা। অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের ষাঁড়টির উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি। লম্বায় আট ফুট ছয় ইঞ্চি। গরু নিয়ে গর্ব করলেও দুশ্চিন্তাও ভর করেছে হাজী সিদ্দিকুর রহমান । কোরবানির ঈদ এগিয়ে এলেও এখনো তেমন ক্রেতা আসছেন না। এত বড় গরু হাটেও নিয়ে যাওয়াও কঠিন। গত বছর গরুটির দাম নয় লাখ টাকা বলেছিলেন এক ব্যাপারী। এবার এটি ১৫ লাখ টাকায় বেচতে চান। বিক্রি না হলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। এ ক্ষেত্রে হাজী সিদ্দিকুর রহমানের ফোন নাম্বার 01725334661দেওয়া হয়েছে আগ্রহী ক্রেতাগণ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো হাজী সিদ্দিকু রহমান বলেন দীর্ঘদিন গরুটির পরিচর্যা করায় একধরনের মায়া জন্মেছে। বিক্রির পর রংবাহাদুর বিদায় দিতে হবে, তা ভাবতেই কষ্টের এরপরও চান গরুটি এবারের ঈদের প্রত্যাশিত দামে বিক্রি হোক।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।