বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৯:২৯ অপরাহ্ন
ক্রিড়া ডেস্কঃ ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে হতাশ জার্মানি কোচ জোয়াকিম লো। তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকাকে ফ্যাক্টর হিসাবে দেখছেন তিনি। হেরেও নিজের দলকেই সেরা বলছেন লো।
সরাসরিভাবে না বললেও রেফারির পেনাল্টির সিদ্ধান্তকে যে তিনি ভাল চোখে দেখছেন না সেটা বুঝিয়ে দিয়েছেন জার্মান কোচ। খেদেইরা, গোমেজ, হামেলস। ইউরোর সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন না জার্মানি দলের এই সেরা তারকারা। তবুও ফ্রান্সের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে জার্মানি। ভাল খেলেও সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে হতাশ জার্মানি কোচ জোয়াকিম লো। গুরুত্বপূর্ণ ফুটবলারদের সেমিফাইনালে না থাকাকে ফ্যাক্টর হিসাবে দেখছেন জার্মান কোচ। সেমিফাইনালে নিজের দলকেই সেরা বলছেন বিশ্বচ্যাম্পিয়ন কোচ। রেফারির পেনাল্টির সিদ্ধান্তের বিরুদ্ধে মন্তব্য না করলেও অসন্তোষ প্রকাশ করেছেন লো। জার্মান কোচের বক্তব্য, ম্যাচে ছেলেরা দুরন্ত খেলেছে। ফুটবলারদের লড়াইকে আমি কুর্নিশ জানাই। সেমিফাইনালে ফ্রান্সের থেকে আমরা ভাল খেলেছি।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।