বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্কঃ
ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার সিনেমা মানেই ভক্তদের মাঝে ঈদের আনন্দ। তাইতো ঈদ কেন্দ্র করে এ নায়কের সিনেমা থাকেই রুপালি পর্দায়।
এবারও ব্যতিক্রম নয়। সর্বশেষে তথ্য অনুযায়ী ১৭ জুন দেশের ১০০-এর ওপর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফী।
শুধু সিঙ্গেল স্ক্রিন নয় তুফানের দাপট থাকবে দেশের সিনেপ্লেক্সগুলোতেও। ইতোমধ্যেই সিনেপ্লেক্সের অনলাইন সাইটে ছাড়া হয়েছে তুফানের অগ্রিম টিকিট। যার মধ্যে বেশির ভাগ টিকিটই বিক্রি হয়ে গেছে বলে জানা যায়।এবারের ঈদে তুফানই সবচেয়ে বড় বাজেটের সিনেমা। তাই দর্শক চাহিদার শীর্ষে রয়েছে এটি। এ ছাড়া সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমার ট্রেলার। যেখানে দুর্ধর্ষ শাকিব খান ছাড়াও নজর করেছেন ছোট পর্দার একঝাঁক তারকা।
সিনেমায় শাকিব খানকে ভিন্নরূপে দেখবে দর্শক। এমনটাই প্রত্যাশা নির্মাতার।রায়হান রাফী পরিচালিত তুফানে শাকিব ছাড়াও অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলু ও গাজী রাকায়েত।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।