সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
মোঃ আলিম উদ্দিন আলিম
সিলেটের সড়কে বৈদ্যুতিক খুঁটির সকল ক্যাবল যাচ্ছে মাটির নিচ দিয়ে। বৈদ্যুতিক ক্যাবল ও অন্যান্য ক্যাবলের সঙ্গে ইন্টারনেট সরবহরাহকারী প্রতিষ্ঠানগুলোর ক্যাবলও একইভাবে যাওয়ার কথা। কিন্তু এখনও নগরের বিভিন্ন এলাকার সড়কে ঝুলছে ইন্টারনেটের ক্যাবল। এ অবস্থায় বারবার ক্যাবল কেটে দিচ্ছে সিটি করপোরেশন। এ অবস্থায় বিকল্প ব্যবস্থা না করে লাইন কাটা হলে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা।
সম্প্রতি ইন্টারনেট ব্যবসায়ীদের অবগত না করে সিটি কর্পোরেশন এর লোকেরা লাইন কেটে ফেলছে ।
বারবার বিনা নোটিশে লাইন কাটা হলে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে আইএসপি এর পক্ষ থেকে
সমস্যা সমাধান না হলে ইন্টারনেট সেবা বন্ধ করে দেবে তারা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।