শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন
হেলাল উদ্দিন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে অভিষেক অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা প্রদান ,আলোচনা ও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সিরাজগঞ্জ শহরের এস. এস. রোডস্থ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির লিমিটেডের হলরুমে উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব কে.এম. হোসেন আলী হাসান।
প্রধান আলোচক ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি (ঢাকা) এর সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি (ঢাকা) এর মুহাম্মদ কামরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা পাবনা জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল নাহিদ, জাতীয় সাংবাদিক সংস্থা বৃহত্তর চলনবিল ইউনিটের সভাপতি আলহাজ খন্দকার,সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও অর্থ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন,জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন, জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য ও ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন খান প্রমুখ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখা কমিটির সভাপতি সাংবাদিক খ.ম. একরামুল হক এবং সঞ্চালনা করেন,সাংবাদিক মোঃ আব্দুল লতিফ।এসময়ে কবি সাংবাদিক মোঃ আব্দুল মান্নান মান্না রায়হান, সাংবাদিক মোঃ আজিজুর রহমান মুন্না, কবি আব্দুল আলীম, সাংবাদিক মোছাঃ মাকসুদা খাতুন, মীর আব্দুল হালিম, লেখিকা কবি অধ্যাপিকা আখিরা জিনাত মহল স্বপ্না, সাংবাদিক শেলি খাতুন সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধানবক্তা, বিশেষ অতিথি,জাতীয় সাংবাদিক সংস্থা বৃহত্তর চলনবিল ইউনিটের সদস্য মো:হেলাল উদ্দিন,নারী মুক্তিযোদ্ধা মোছাঃ আনোয়ারা বেগম, লেখিকা কবি অধ্যাপিকা আখিরা জিনাত মহল স্বপ্না সহ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোট ১৫ জনকে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
All rights reserved © 2020-2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।