রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন
আনোয়ার হোসেন সীতাকুণ্ড প্রতিনিধি
বৃদ্ধিকল্পে একটি সভার আয়োজন করা হয়।ঠ উক্ত সভায় সদস্যদের থেকে মাসিক ভিত্তিতে চাঁদার হার নির্ধারণ করে একটি তহবিল সৃষ্টির প্রস্তাব গৃহীত হয়
সভায় করোনাকালীন ৬০ টা পরিবার কে খাদ্য সহায়তা সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যাক্তিদের অর্থ সহায়তা করার জন্য যারা যারা হাত বাড়িয়ে দিয়েছেন GFC Young Star এর পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরুপ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
এছাড়া GFC Young Star এর বিভিন্ন কর্ম পরিকল্পনার কথা আলোচনা করা হয়।
মোঃ রবিউল হোসেন বলেন GFC Young Star হচ্ছে তরুনদের মিলন মেলা এখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে সামাজিক ও সহযোগিতামূলক কাজ করতে বদ্ধ পরিকর। আমরা ঐক্যে বিশ্বাসী।একতাই বল।
এছাড়া মহিউদ্দিন বলন, সমাজের তরুণ দের এগিয়ে আসতে হবে। সমাজ বিনির্মানে তারাই পারে একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ উপহার দিতে আর তার জন্য GFC young star একটি উত্তম প্লাটফর্ম।
উক্ত সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন GFC Young Star এর কার্যকরী সদস্যগণ এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবি শিক্ষার্থী মোঃ মহিউদ্দিন, আরো উপস্থিত ছিলেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, মোঃ তসলিম উদ্দিন, এস এম তারেক ইমরান . ইমতিয়াজ হোসেন তাজবীর. শামীম,সিরাজ উদ্দৌলা,নাঈম, কুতুব,খোরশেদ,ইউছুফ,রুবেল,,জাহেদ, সাজু,আসরাফ, প্রমুখ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।