শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
জাহিদুল বাসার (জাহিদ), সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর ইশতিয়াক, অতিরিক্ত জেলা প্রশাসক ডিডিএলজি মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল সাত্তার, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল হাশেম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. হাশেম আলী প্রমুখ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সীমান্তে মাদকদ্রব্য চোরাকারবারী বন্ধসহ জিরো টলারেন্স নীতি অবলম্বন, পৌরসভার রাস্তা-ঘাটের উন্নয়ন, প্রাণ সায়রের খালকে প্রবাহমান করা বৃক্ষ রোপন , শহরে যানজট নিরসনে দিনেরবেলায় ট্রাক চলাচল বন্ধ করা, ব্যবসার নামে যত্রতত্র বালু-ইট-খোয়া ফেলে রাখায় সৃষ্ট জনভোগান্তি নিরসন, মাদকে আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের উপর নজরদারি বৃদ্ধি করা, ইভটিজিংকারী বখাটেদের আইনের আওতায় আনাসহ জেলার উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোকপাত করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।