শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি
রেজাউল করিম (সবুজ)
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় এক তরুণীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, গর্ভপাত এবং পরে প্রতারণা করার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার (১৯) মামলার পরপরই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করে কালীগঞ্জ থান পুলিশ তারপর থানায় নিয়ে এসেছে পুলিশ। ভুক্তভোগী শীতলপুরের ফারজানা (২৩) লিখিত এজাহারে জানান, প্রায় পাঁচ বছর আগে অভিযুক্ত পূর্ব নারায়ণপুর গ্রামের মহাসিন গাজী পুত্র সাব্বির আহমেদ (২৪) এর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের শুরু থেকেই আসামি প্রেমের প্রস্তাব দিয়ে তাকে বিরক্ত করতো এবং এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফারজানার অভিযোগ এই সম্পর্কের সুযোগে আসামি তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়, বিশেষ করে তার নানা বাড়ি এবং ঢাকায় নিজের কর্মস্থলে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে।ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে উপজেলা একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গর্ভপাত করায়। পরবর্তীতে আসামি তাকে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২, রোড-৬ এ নিয়ে যায় এবং ২১ জুন ২০২৫ থেকে ১ জুলাই ২০২৫ পর্যন্ত একত্রে অবস্থান করে। সেই সময়েও তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক চালিয়ে যায় এবং নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে বিদেশ যাওয়ার নাটক করে যোগাযোগ বন্ধ করে দেয় এবং বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান এজাহার দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামি সাব্বির আহমেদকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং গতকাল তাকে জেল হাজতে প্রেরণ করেছেন বলে জানিয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।