সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
পরিবর্তন বার্তাকক্ষ :
স্বর্ণ চোরাচালান মামলায় সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার খুলনা মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান আলফা। কিন্তু আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। উপজেলা চেয়ারম্যান আলফা স্বর্ণ চোরাচালান মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
পরিবর্তনের নিউজ পড়ুন Google News – এ
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল খুলনা নগরীর জিরো পয়েন্ট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস থেকে ১২টি স্বর্ণের বারসহ মাসুম বিল্লাহ নামে একজনকে আটক করে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। আটক মাসুম জানায়, স্বর্ণবারগুলো দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। বাসে ওঠার পর মাসুম একাধিকবার আলফার সঙ্গে কথাও বলেছিলেন। এ ঘটনায় ওই দিন আলফাসহ চারজনের বিরুদ্ধে খুলনার লবণচরা থানায় মামলা হয়।
পুলিশ জানায়, আলফার বিরুদ্ধে ভারতে স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে। তিনি এর আগে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।