শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৯:০২ অপরাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় এসপি গোল্ডেন লাইন এর একটি পরিবহনের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছে । শনিবার ২৫ ফেব্রুয়ারি বেলা দশটার দিকে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা -কালিগঞ্জ সড়কের পারুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম বিশ্বনাথ (৭০)। তিনি সাতক্ষীরা দেবহাটা উপজেলা রামদেবপুর গ্রামের মৃত তারক নাথের ছেলে।
প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, বৃদ্ধ বিশ্বনাথ শনিবার বেলা দশটার দিকে দেবহাটা উপজেলাধীন পারুলিয়া এলাকায় সাতক্ষীরা -কালিগঞ্জ সড়ক পার হচ্ছিল। এসময় শ্যামনগর থেকে ছেড়ে আসা এসপি গোল্ডেন লাইন এর একটি পরিবহন তাকে সজরে ধাক্কা দেয় । এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হতে থাকায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা একটার দিকে তিনি মারা যান।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।