শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুয়া হোমিওপ্যাথিক ডাক্তার শহিদুল ইসলাম কে দশ হাজার টাকা জরিমানা করে গোপালগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সরকারি পরিচালক শামীম হাসান। আজ রবিবার দুপুর ১২ টার সময় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাথানডাঙ্গা বাজারের হোমিও ডাক্তার শহিদুল ইসলামের হোমিওপ্যাথিক ওষুধের দোকানে ভোক্তা অধিকার অভিযান চালালে নকল ঔষধ তৈরি ও বোতলের গায়ে মোড়ক লাগানোর অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে
এবং ভবিষ্যতে নকল ওষুধ তৈরি ও মোড়ক জাত না করার অঙ্গীকার ও হোমিওপ্যাথিক কাউন্সিলের নিয়ম মেনে ব্যবসা করার নির্দেশ প্রদান করেন। বাথান টাকা বাজারের ব্যবসায়ী ওবায়দুর মোল্লা বলেন ভুয়া ডাক্তার শহিদুল ইসলাম দীর্ঘদিন নামের পাশে ডাক্তার ব্যবহার করে আসছেন, তার কাছে চিকিৎসা নিয়ে কেউ ভালো তো হয়ই না উল্টা আরো হয়রানির শিকার হয়। আমি এ ভুয়া ডাক্তারের কঠিনতম শাস্তি দাবি করি।বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিলের রেজিস্টার জনাব ডাক্তার জাহাঙ্গীর আলম জানান বাংলাদেশ সরকার অনুমোদিত হোমিওপ্যাথিক একাডেমিক ডিগ্রি ও ডিপ্লোমা কোর্সের নাম হচ্ছে –
বিএইচএমএস, ডিএইচএমএস
এ দুটির যে কোন একটি সনদ থাকলে যে কেউ অতিরিক্ত কোর্সের পদবি নামের পাশে লিখতে পারবেন।
আপনি ডাঃ মোঃ শহিদুল ইসলাম মারুফ নামে যে ব্যক্তির সনদ ও ভিজিটিং কার্ড পাঠিয়েছেন। এসব ডিগ্রি/ডিপ্লোমা সনদ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত সনদ বা ডিগ্রি না এবং বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কিংবা কাউন্সিল হতে ইসুকৃত নয়। সে সরকার অনুমোদিত কোন ডাক্তার নয়। একজন ভুয়া ডাক্তার। এ সময় বাথান ডাঙ্গা বাজারের ব্যবসায়ী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সরহকারি পরিচালক শামীম হাসান জানান ভবিষ্যতে গোপালগঞ্জ নকল ঔষধ তৈরি বাজারজাতকরণ ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।