সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন
মো: রবি উদ্দিন,শ্রীমঙ্গল প্রতিনিধি:-
অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা সাহেবের দিক নির্দেশনা মোতাবেক এসআই/মোঃ আমিনুল ইসলাম, এসআই/সুব্রত চন্দ্র দাস, এসআই/দর্জয় সরকার, এসআই/এহসানুল হক হীরা, এসআই/আব্দুর রউফ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১৫/০৯/২০২৩ইং তারিখ দিবাগত রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১,০৩০ (এক হাজার ত্রিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ ০১জন, পরোয়ানাভুক্ত ০৪জন ও নিয়মিত মামলার ০৪জন আসামীসহ মোট ০৯জন আসামীকে গ্রেফতার করেন।
এদের মধ্যে ১,০৩০ (এক হাজার ত্রিশ) লিটার চোলাইমদ সহ আসামী ১। আপন তাঁতী (৫০), পিতা-ভিখারী তাঁতী, সাং-কালীঘাট চা বাগান, ১০ নং লাইন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার কে কালীঘাট চা বাগান হইতে গ্রেফতার করেন।
অন্যান্য গ্রেফতারকৃত আসামীরা হলেন:-সিআর নং-৩৫০/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী ২। সমীরন বুনার্জী, ৩। তাপস বুনার্জী, ৪। উজ্জল বুনার্জী, ৫। তাপস বুনার্জী, সর্ব পিতা-অনিল বুনার্জী, সাং-সিন্দুরখান চা বাগান, শ্রীমঙ্গল থানার মামলা নং-২০(০৯)২৩ এর এজাহারনামীয় আসামী ৬। আবুল মিয়া (৩৫), পিতা-কাদির মিয়া, ৭। নাজিম উদ্দিন (৫৫), পিতা-মৃত ফিরোজ মিয়া, উভয় সাং-হাজীপুর, শ্রীমঙ্গল থানার মামলা নং-১৮(০৯)২৩ এর এজাহারনামীয় আসামী ৮। রফিক মিয়া (২৭), পিতা-আরবেজ মিয়া, সাং-পশ্চিম ভাড়াউড়া, সর্ব থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এবং
ভিকটিম ঝুমা আক্তার (১৮) কে অপহরন পূর্বক ধর্ষণের ঘটনায় রুজুকৃত শ্রীমঙ্গল থানার মামলা নং-১৯(০৯)২৩, ধারা-৭/৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধিত ২০২৩) এর এজাহারনামীয় আসামী ৯। হৃদয় বৈদ্য (১৯), পিতা-বিপুল বৈদ্য, সাং-উত্তর আটঘর, থানা-মৌলভীবাজার সদর, বর্তমান সাং-সূরভীপাড়া, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
সকল আসামীদের অদ্য ১৬/০৯/২০২৩ইং তারিখ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
All rights reserved © 2020-2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।