শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
মোঃ রবি উদ্দিন,
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক ট্যাংকলরী, পিক-আপ, কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নংঃ-২৪০৩) এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান মিয়ার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অব্যহতি দেয়া হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) শহরের ভানুগাছ রোডস্থ শ্রমিক ইউনিয়ন অফিসে নির্বাচিত কার্য নির্বাহী কমিটি-২০২২ এর আলোচনা সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংগঠের সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল মিয়া জানান। তিনি বলেন, তার বিরুদ্ধে সংগঠন পরিপন্থি কাজের অভিযোগ রয়েছে।শাহজাহান মিয়া বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এমন অভিযোগ নিশ্চিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
অনুষ্ঠিত সভায় সংগঠের সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল মিয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, মোঃ নূর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা ট্রাক ট্যাংকলরী পিক-আপে কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নংঃ-২৪০৩) এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যকরী সভাপতি মোঃ আব্দুর রউফ আজাদ, সহ-সভাপতি মোঃ দুলাল মিয়া(১), যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন,সহ-সম্পাদক মো: ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: দুলাল মিয়া (২),প্রচার- সম্পাদক আ: কাইয়ুম (খোকন),দপ্তর – সম্পাদক মো:আব্দুল মজিদ,অর্থ – সম্পাদক শ্রী বিশ্বজিত দেব, শ্রম ও কল্যান- সম্পাদক মো: শফিক মিয়া,ক্রীড়া ও সাংস্কৃতিক – সম্পাদক মো: বদরুল আহমেদ, সদস্য মো: দুলাল মিয়া(৩),সদস্য মো: শফিক মিয়া, সদস্য মো: সাগর ভূইয়া প্রমুখ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।