শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
এম আর জয়,রংপুর প্রতিনিধি
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য “শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২১” পেলেন বগুড়া রিজিয়নের দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃকেরামত আলী।
শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের অগ্রগামী মিডিয়া ভিষণের উদ্যোগে সম্প্রতি এক আলোচনা সভায় ২৫-ই জুন কচি-কাঁচা মিলনায়তন সেগুনবাগিচায় অনুষ্ঠিত দেশের বর্তমান মহামারী করোনা ভাইরাসের মধ্যেও ঝুঁকি নিয়ে নিষ্ঠার সঙ্গে সেবামূলক কাজ করায় ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয় দশমাইল হাইওয়ে থানার কর্মরত অফিসার ইনচার্জ (ওসি) মোঃকেরামত আলী-কে।
লকডাউন ও মহামারী করোনায় অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরে অফিসার ইনচার্জ মোঃকেরামত আলী গোল্ডেন এ্যাওয়ার্ড-টি ডাক যোগে নেন।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃকেরামত আলী জানান,মানবতা পুলিশের ধর্ম।আর সকল পুলিশ-কেই মানবতার দিক বিবেচনা করেই কাজ করে যেতে হবে সর্বদা।আমরা সকল পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা জনগনের সাথে বন্ধু সুলভ আচরণ করবো।আমরা চাই সাধারণ জনগন পুলিশকে বন্ধু ভেবে সহযোগিতা করবে এবং পাশে থাকবে।
৩০-ই জুন দশমাইল হাইওয়ে থানায় শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করেন দশমাইল হাইওয়ে থানার সকল পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা।এ সময় উপস্থিত ছিলেন দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃকেরামত আলী,এস আই ননী গোপাল,সার্জেন্ট বকুল রানী,এস আই শফিউল,এ এস আই মোঃসেলিম,এ এস আই মিঠুন,এ এস আই ভবানী,এ এস আই রাকিব,এ এস আই শফিক সহ আরও অন্যান্য পুলিশ সদস্যরা।
এ অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোঃকেরামত আলী-র ব্যক্তিগত আমন্ত্রনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এম আর জয়,সাংবাদিক সবুজ,ক্যামেরা পার্সন রফিক।
ওসি মোঃকেরামত আলী সকলের কাছে সহযোগিতা এবং দোয়া কামনা করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।