রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
আবু নাঈম,বোয়ালখালী প্রতিনিধি:
আহলা দরবার শরীফ এর আধ্যাত্মিক সাধক হযরত মজহারুল ইসলাম প্রকাশ ইসলাম মওলা (ক.) মেজ সাহেবজাদা হযরত শাহসুফি আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ কামরুল ইসলাম নাছের মিয়া ( রহঃ)’র সহধর্মিণী ও শাহাজাদা সৈয়দ কুতুব উদ্দীন রাসেলের মাতা সৈয়দা জাহানারা বেগমের নামাজে জানাজা সোমবার দুপুর ২টায় আহলা দরবার শরীফের শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজ শেষে আহলা দরবার শরীফের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি এক ছেলে,পাঁচ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজার নামাজে ইমামতি করেন খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও শাহ মাবুদিয়া দরবার শরীফের বড় শাহজাদা
আল্লামা মুফতি আব্দুর রহিম আল কাদেরী ও দোয়া মোনাজাত করেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহসুফি আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ এমদাদুল ইসলাম (মা.জি.আ)। এতে সাজ্জাদানশীন সৈয়দ কুতুব উদ্দীন রাসেল ও হযরত মুফতি সৈয়দ মাঈনুল ইসলাম জুনায়েদসহ বিভিন্ন দারবারের আওলাদেপাক, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ লাখো আশেক ভক্ত উপস্থিত ছিলেন।
এদিকে, সৈয়দা জাহানারা বেগমের মৃত্যুতে বোয়ালখালী পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া মরহুমার ইন্তেকালে মাইজভান্ডার দরবার শরীফ,আমির ভান্ডার দরবার শরীফ, হারবাংগিরী দরবার শরীফ, এয়াকুব ভান্ডার দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশ বোয়ালখালী শাখা, তরিকতে মওলা গ্রুপ বাংলাদেশ, জিয়ারতে আউলিয়া কাফেলা, নব-তারুণ্য ঐক্যতান পরিষদ প্রমুখ পৃথক বিবৃতিতে গভীর শোক জানিয়েছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।