মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:২৪ অপরাহ্ন
খেলাধুলা ডেস্কঃ শচিন টিন্ডুলকরের রেকর্ড কি টপকে যেতে পারবেন বিরাট কোহালি? ক্রিকেটমহলে এই প্রশ্ন নিয়ে চর্চা চলছে অনেক দিন ধরেই। এ ব্যাপারেই মতামত দিয়েছেন একসময় সচিনকে বল করা প্রাক্তন অজি পেসার ব্রেট লি।
তার মতে, বিরাট কোহলি যদি এই ফর্মে আর সাত-আট বছর খেলে, তাহলে কোহলি শচিনকে নিশ্চিতভাবে টপকে যাবে। ব্যাপারটা নির্ভর করছে তিনটি বিষয়ের উপর। ব্যাটসম্যান হিসেবে প্রতিভা ধরলে বিরাটের তা আছে। এর পর ফিটনেস। এটাও বিরাটের আছে। ৩০ বছর বয়স ওর। এই সময়ে যেমন ফিট থাকার কথা ও তেমনই রয়েছে। আর চাই মানসিক শক্তি। যাতে কঠিন সময় পার করতে পারে। বাড়ি থেকে দূরে থাকা, স্ত্রীর থেকে দূরে থাকা বা সন্তান হলে সন্তানের থেকে দূরে থাকতেও চাই মানসিক শক্তি। প্রতিভা নিয়ে সংশয় নেই, মানসিক শক্তিও আছে। তাই যদি যথেষ্ট ফিট থাকতে পারে, তবেই সচিনকে টপকানোর সম্ভাবনা রয়েছে।
শচিন যখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান, তখন তিনি খেলে ফেলেছেন ২০০ টেস্ট, ৪৬৩ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। টেস্টে তিনি করেছেন ১৫,৯২১ রান। আর ওয়ানডেতে তাঁর ব্যাটে এসেছে ১৮,৪২৬ রান। এই ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি করেছেন ৩৪,৩৫৭ রান। শচিনের এই রেকর্ড ভাঙা যে সোজা নয়, তা অবশ্য মেনে নিয়েছেন ব্রেট লি।
অজি পেসারের কথায়, শচিন টেন্ডুলকরকে ছাড়িয়ে কোহলি যাবে কি-না, তা কীভাবে বলা যায়। ও হল ক্রিকেটের ঈশ্বর। কেউ কি ভগবানকে ছাপিয়ে যেতে পারে। দেখা যাক কী হয়।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।