রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম সবুজ
কালিগঞ্জ উপজেলায় রতনপুর টি,এন বিদ্যাপীঠে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের উৎসবমুখর পরিবেশে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
রতনপুর টি,এন বিদ্যাপীঠে শিক্ষার্থীকে টিকা দেয়ার মধ্য দিয়ে ১২ বছর থেকে ১৭ বছরের শিক্ষার্থীদেরকে ফাইজারের করোনা টিকা দেওয়ার কার্যক্রম শরু হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারী) সকালে রতনপুর টি,এন বিদ্যাপীঠের ব্যবস্থাপনায় এ টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রতনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলিম আল রাজী টোকন ও মথুরেশপুর ইউনিয়নের এ এইচ আই সাহবুদ্দীন (মুকুল)। এসময় উপস্থিত ছিলেন উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু , সিনিয়র নার্স ও স্ব’স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন কর্মকর্তা ও কমচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে রতনপুর তারকনাথ বিদ্যাপীটে একটা টিকা কেন্দ্র তৈরি করা হয়েছে। সকাল থেকে টিকাদান শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে প্রথম দিনের টিকাদান কার্যক্রম।
এ দিন উপজেলার উকসা মাধ্যমিক বিদ্যালয়,উজ্জীবনী ইনস্টিটিউট বিদ্যালয়,ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয় ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদেরকে ফাইজারের করোনা টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। এ দিন মোট ৪ হাজার শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়েছে টিকা হয়েছে।
আজ টিকাদানকেন্দ্রে গিয়ে দেখা গেছে, উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা টিকা গ্রহণ করছে। কয়েকজন শিক্ষার্থী জানান, টিকা নিতে এসে প্রথমে ভয় পেয়েছিলাম। পরে টিকা নিতে গিয়ে দেখি একেবারেই সামান্য ব্যাপার। তেমন কোন ব্যাথা নেই।
উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা.তবিবুর রহমান জানান, সরকারের নির্দেশে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু করেছি। কয়েকটি ধাপে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। আজকে মোট ৪ হাজার শিক্ষার্থীদের উৎসবমূখর পরিবেশে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীরা ফাইজারের করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদেরকে করোনার ফাইজারের টিকা প্রথম ডোজ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, প্রথম দিনে ৫ হাজার জনকে টিকা প্রদান করার টার্গেট রয়েছে। তবে কোন সমস্যা হয় নি। সকলেই সুষ্ঠু ভাবে টিকা গ্রহণ করছে শিক্ষার্থীরা।
রতনপুর টি এন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলামের বলেন আমরা টিকা কার্যক্রম আয়োজন করেছি। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ধাপে ধাপে টিকা প্রদান করা হবে। আমরা সকলের সহযোগীতা চাই।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।