বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৮:২৭ অপরাহ্ন
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এ সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মৌলভীবাজার জেলা সভাপতি, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামছুল ইসলাম।
সোমবার (২২ মে) জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা পর্যায়ে তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচন করা হয়।
মুফতি মাওলানা মোহাম্মদ শামছুল ইসলাম সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনাসহ তিনি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মনোনীত করা হয়।
মাদরাসা কর্তৃপক্ষ তাঁর এ অর্জনে মৌলভীবাজার জেলা পর্যায়ের নির্বাচক মন্ডলীর আহবায়ক, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমানসহ নির্বাচক মন্ডলীকে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ছাত্র শিক্ষক ও গভর্নিং বডির পক্ষ থেকে অভিনন্দন জানান ।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।