শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ একজন মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে ভর্তি হতে পারছিলেন না। এই পরিস্থিতিতে মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে উক্ত শিক্ষার্থীর ভর্তির সম্পূর্ণ দায়িত্ব নেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসিবুল হোসেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) হাসিবুল হোসেন ভর্তিচ্ছু শিক্ষার্থীর ভর্তি কার্যক্রমে সহযোগিতা করে ভর্তি সম্পন্ন করেন। উক্ত শিক্ষার্থী নোবিপ্রবির ব্যবসা প্রশাসন বিভাগে ভর্তির সুযোগ পেয়েছিলেন।
ছাত্রনেতা হাসিবুল হোসেন জানান, “মেধাবীরা কখনো থেমে যায় না। যখন দেখলাম একজন মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র টাকার অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে পিছিয়ে পড়ছে, তখন আমরা তার পাশে দাঁড়িয়েছি। ছাত্রদল কেবল রাজনীতি করে না, মানবিক দায়বদ্ধতা থেকেও মানুষের পাশে দাঁড়ায়।” তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন কোনো শিক্ষার্থী সংকটে পড়লে তাদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করবেন।
ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী হাসিবুল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “নোবিপ্রবিতে ভর্তি হওয়া ছিল আমার স্বপ্ন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ, বাবাও বেকার। ভর্তি হওয়ার কথা চিন্তা করেই চোখে অন্ধকার দেখছিলাম। এমন সময়ে হাসিব ভাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা আমি কোনো দিন ভুলব না।” তিনি আরও বলেন, এমন সহানুভূতি ও সহায়তা একজন শিক্ষার্থীর জন্য আশার আলো দেখায়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।