বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৯:৪২ অপরাহ্ন
কাউছার হামিদ আপন উপজেলা প্রতিনিধি:
মানিকছড়ি, খাগড়াছড়ি///খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় বালুবাহী ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক আইয়ুব আলী নিহত হয়েছে।
নিহত আইয়ুব আলী বড়বিল এলাকার মৃত আব্দুল ছাদেকের বড় ছেলে। সংস্যারে তার স্ত্রী, দুই কন্যা সন্তান ও এক পুত্র সন্তান রয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় পাঞ্জারামপাড়া পুরাতন জামে মসজিদ সংলগ্ন মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
তথ্য সূত্রে জানা যায়, বালুবাহী একটি ট্রাক্টর বড়বিল থেকে মানিকছড়ি সদরের দিকে আসছিল এবং মোটরসাইকেল আরোহী আইয়ুব আলী বড়বিলের দিকে যাওয়ার পথে ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
স্থানীয়রা আইয়ুব আলীকে উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
মোটরসাইকেল চালক নিহতের বিষয়টি নিশ্চিত করেন মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) আনচারুল করিম। তিনি আরো বলেন মোটরসাইকেল ও ট্রাক্টর দুইটি পুলিশ হেফাজতে আনা হয়েছে,আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়া চলছে।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।