বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :
যশোরের মনিরামপুর উপজেলা চেয়ারম্যান যুবমহিলা লীগ নেত্রী নাজমা খানমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নাজমা খানম। এ ঘটনায় নাজমা খানম নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেছেন। জিডিতে নাজমা খানম উল্লেখ করেছেন। আমি নাজমা খানম চেয়ারম্যান মনিরামপুর উপজেলা পরিষদ, মণিরামপুর যশোর৷ স্বামী- মোঃ আব্দুল মজিদ। সাং – হাকোবা, থানা: মনিরামপুর, জেলা যশোর। সম্প্রতি মনিরামপুরে চাতাল থেকে কাবিখার ৫৫৫ বস্তা চাল আটক এবং চাল চুরির সিন্ডিকেট নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলাই আমাকে, গত ৫ই মে ২০২০ইং রাত ৮.৪৯ ঘটিকার সময় অজ্ঞাত একটি ফোন নাম্বর (০১৭১২৬৮০৯৭২) থেকে আমার ব্যক্তিগত ব্যবহৃত ফোন নং (০১৭২৬১১৫৯৯৬) তে ফোন করিয়া আমাকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয়ভিতি ও খু্ঁন জখমের হুমকি প্রদান করে। ভবিষ্যৎ জীবনের নিরাপত্তার জন্য আমি মনিরামপুর থানায় সাধারণ ডায়েরী করেছি ৷ যার নং- ১৯১,তাং ০৫/০৪/২০২০ইং।
অবশ্য ইতিমধ্যে পুলিশ এ বিষয়টি তদন্তের জন্য মাঠে নেমেছে। ওসি(সার্বিক) রফিকুল ইসলাম জানিয়েছেন জিডির পর বিষয়টি তদন্তের জন্য এসআই আবদুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এসআই আবদুর রহমান জানান, ইতিমধ্যে তদন্তকাজ শুরু করা হয়েছে।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।