শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
মোঃ আরশাদ আলী,স্টাফ রিপোর্টার সাতক্ষীরাঃ
গাছ লাগান,পরিবেশ বাঁচান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবুজের সমারোহে দেশ গড়তে
সাতক্ষীরা সদর উপজেলার বিডিএফ প্রেস ক্লাবে ৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ভাই ভাই হাইব্রিড নার্সারির স্বত্বাধিকারী মো: মোখলেছুর রহমানের উদ্যোগে স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বিডিএফ প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, আত্ম মানবতার সেবায় নিবেদিত কোমরপুর গ্রামের কৃতি সন্তান আল.মোঃ আবদুল মান্নান। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সহ সভাপতি জি এম আমিনুল হক, সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, যুগ্ম সম্পাদক এম এ মাজেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম রেজা, ক্রীড়া সম্পাদক শিক্ষক মোঃ মুকুল হোসেন, অর্থ সম্পাদক এস এম শরীফুল আলম রানা, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান শিমুল, এস এম ইসমাইল হোসেন, মোঃ আরশাদ আলী, সুজন ঘোষসহ প্রেসক্লাবের সকল সদস্য ও কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।