বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে “উপজেলা প্রশাসন একাদশ” বনাম “সুধী একাদশ” এর প্রিতি টি-২০ ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ৫ই আগষ্ট বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে সোহাগপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা ভূমি কমিশনার শিবানী সরকার, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম সরকার, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সোহাগপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রেজা, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রায়হান নবী, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, মৎস্য কর্ম কর্তা শামীম রেজা, সমাজ সেবা কর্ম কর্তা দেবাশীষ রায় সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্ম কর্তাগন উপস্থিত ছিলেন। উক্ত খেলাটি সঞ্চালনা করেন সাবেক প্রধান শিক্ষক আব্দুর
রউফ কোমল। খেলাটি টসের মাধ্যমে “সুধী একাদশ ” প্রথমে ব্যাটিং করে ৮০ রানের টার্গেট দিয়ে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়। পরে দ্বিতীয় রাউন্ডে “উপজেলা প্রশাসন একাদশ” ব্যাট করে আট উইকেটের বিনিময়ে বিজয়লাভ করে। পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেই সাথে ধুলো বালি ও দুর্গন্ধ ঘাম থেকে রক্ষাপেতে সকল অতিথিদের মাঝে স্যান্ডেলিনা সাবান বিতরণ করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।