রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন
হেলাল আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বৃহত্তর চলনবিল সেঁজেছে এক অপরূপ সৌন্দর্যে।
চলনবিল বাংলাদেশের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ একটি বিল।সাধু পানির জলাশয়কে বিল বলা হয়। সিরাজগঞ্জ, নাটোর ও পাবনা এই তিনটি জেলা নিয়ে চলনবিল অবস্থিত।এখানে রয়েছে প্রচুর পানির আনা গোনা।চলনবিলের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে ৪৭টি নদী ও অন্যান্য জলপাত।চলনবিলের মধ্যদিয়ে প্রবাহিত বড় নদীগুলো হচ্ছে করতোয়া, বড়াল, মরা বড়াল,আত্রাই, তুলসী, চিকনাই, ভাদাই বরোনজা,তেলকূপি ইত্যাদি। চলনবিলের বুকের উপর দিয়ে বয়ে গেছে বিশ্বরোড ও রেললাইন, সেখান থেকে উপভোগ করা যায় চলনবিলের দুইপাশের অপরূপ সৌন্দর্য।নীল আকাশের নিচে পানির ঢেউয়ের জলরাশি। এখন বর্ষার সময় চারিদিকে কানায় কানায় পানি দিয়ে ফুলে উঠেছে সারা বিল।এ যেন এক প্রকৃতির লিলা খেলা।মাঝি তার মন খুলে চালাচ্ছে নৌকা।ব্রক্ষ্মপুত্র যখন তার গতিপথ বেক নিয়ে যমুনাতে প্রবাহিত হয়, তখন তৈরী হয়েছিল চলনবিল। সিরাজগঞ্জের রায়গঞ্জ, পাবনার চাটমোহর এবং নাটোরের সিংড়া উপজেলা নিয়ে চলনবিলের বিস্তৃতি লাভ করে।সিরাজগঞ্জের তারাশ থানার নওগাঁতে প্রতি সপ্তাহে হাঁট বসে,সেখানে দূর-দূরান্ত থেকে নৌকাতে মানুষ হাঁটে আসে।এখানকার মানুষ জিবীকা নির্বাহ করে কৃষি ও মৎসের উপর।চলনবিল হয়েছে পর্যটন এলাকা। সবমিলিয়ে বর্তমানে চলনবিল অপরূপ সৌন্দর্যের দৃশ্যে রূপদান ধারন করেছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।