শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
বিনোদন ডেস্কঃ প্রাক্তন প্রেমিকের কাণ্ডকীর্তির কথা প্রকাশ্যে আনলেন ভারতীয় অভিনেত্রী সানা খান। ইনস্টাগ্রামে একাধিক বার লাইভ করতে এসে কান্নায় ভেঙে পড়লেন। জানালেন কীভাবে সম্পর্কে থেকেও তাকে প্রতারণা করে গিয়েছেন প্রেমিক ডান্স কোরিওগ্রাফার মেলভিন। সঙ্গে এক বিস্ফোরক সত্যও ফাঁস করলেন। ভালোবাসা দিবসের আগেই সানা জানিয়েছিলেন তার মেলভিনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। আর তার পর থেকেই প্রাক্তন প্রেমিক সম্পর্কে মুখ খুলছেন তিনি। ‘জয় হো’ খ্যাত অভিনেত্রী বলেছিলেন, মেলভিন তার সঙ্গে সম্পর্কে থেকেও অন্য নারীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর এবার তিনি বললেন, এক নাবালিকার সঙ্গেও নাকি শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন মেলভিন।
আর তার জন্য ওই নাবালিকা অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়ে লাইভে এসে সানা একের পরে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। ইনস্টা স্টোরিতে লিখেছেন, এক নাবালিকাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছিল ও। নারীদের থেকে পয়সা নিতো। ছাত্রীদের সঙ্গে ফ্লার্ট করতো। এসবই নাকি জানতেন মেলভিনের মা। তবুও তিনি কিছুই বাধা দেননি বলে দাবি সানার। বরং ছেলেকে নিয়ে গর্ব করতেন তিনি এসব জানার পরেও। অফিসিয়ালি প্রায় ১ বছর এই সম্পর্কে ছিলেন সানা। ২০১৯-এর ভ্যালেন্টাইনস ডেতে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। কিন্তু এক বছর যেতে না যেতে বদলে গিয়েছে তাদের সমীকরণ। প্রসঙ্গত, সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে অভিনয় করেছিলেন সানা। এ ছাড়া বিগবস-এও জনপ্রিয় হয়েছিলেন সানা খান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।