শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আপনার আশেপাশে ঘটে যাওয়া তথ্য আমাদের জানান। যাচাই সাপেক্ষে আমরা প্রকাশ করার চেষ্টা করবো। ## আমাদের মেইল করুনঃ [email protected] অথবা [email protected] ## প্রয়োজনেঃ +8801715-395106 অথবা +8809696195106
আজকের সংবাদঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প।  গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুমোদনহীন কীটনাশক ও  গো খাদ্য বিক্রি করায়  জরিমানা শিক্ষকের ওপর হামলা, কমলগঞ্জে উত্তেজনা গোপালগঞ্জের কাশিয়ানীর জয়নগর বাজারে ভয়াবহ আগুন পুড়েছায় ৪টি দোকান।  ওসির বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে ফাঁসিয়ে জেলে পাঠানোয় এসপি ও ওসির বিরুদ্ধে অভিযোগ। গোপালগঞ্জে নারীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ। গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বাস্থ্যকেন্দ্রে রাতেও উড়ে জাতীয় পতাকা ’ গোপালগঞ্জের কাশিয়ানীতে ভেজাল সার ও  কীটনাশক  জব্দ  গোপালগঞ্জের ডিবি -র পৃথক ৩ অভিযানে ২৫ কেজি গাজা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬৫ বোতল ফেনসিডিল সহ আটক ৪ বাগাতিপাড়ায় আনন্দমুখর পরিবেশে বড়দিন উৎসব অনুষ্ঠিত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন মূল্য তালিকা ও নীতিমালা

শুভ উদ্বোধন উপলক্ষ্যে বিশাল ছাড়

 

বিজ্ঞাপনের স্থান (Place  of AD) আকার (Size) মূল্য (টাকা/মাস) (Rate/month)
১ম অংশ উপরের ব্যানারের নিচে (সকল পাতা)
1st place- Under top banner (shown to all page)
৬৭০ x ১৫০ পিক্সেলস
670×150 px
১০,০০০  ৩,০০০.০০
10,000  3,000 BDT
২য় অংশ নীচের ফুটারের ওপরে (সকল পাতা)
2nd place- over footer (shown to all page)
৯০০ x ১৩৫ পিক্সেলস
900*135 px
৮,০০০  ২,০০০.০০
8,000  2,000 BDT
৩য় অংশ হোমপেজ ডানপাশ
3rd place- Right sidebar
৩০০ x প্রতি ৭৫ পিক্সেলস
300*per 75px
৫,০০০   ১,০০০.০০
5,000   1,000 BDT
সকল আর্টিকেলের শুরুতে এবং শেষে
At the Single Start/End of all Page
২৫০ x প্রতি ১০০ পিক্সেলস
250*per 100 px
৫,০০০   ১,০০০.০০
5,000   1,000 BDT

 

**বিজ্ঞাপনের শর্তসমূহ**

১। বিজ্ঞাপনের ধরণ অনুযায়ী তার মূল্য বাবদ সমুদয় অর্থ অগ্রীম পরিশোধ সাপেক্ষে বিজ্ঞাপন প্রকাশ করা হবে।

২। কমপক্ষে ১ (এক)মাস থেকে সর্বোচ্চ ১২ (বারো) মাসের জন্য চুক্তি করা যাবে। মাস বলতে বুঝাবে, ‘যেদিন থেকে বিজ্ঞাপন প্রকাশিত হবে সেদিন থেকে পরবর্তী ২৯ দিন অর্থাৎ মোট ৩০ দিন’।

৩। চুক্তিবদ্ধ সময়ের পর বিজ্ঞাপন-চুক্তি নবায়ন করতে হবে।

৪। বিজ্ঞাপনের মূল্য তালিকা যে কোন সময় পরিবর্তিত হতে পারে, তবে যে সময়ের জন্য গ্রাহক মূল্য পরিশোধ করেছেন, সে সময়ের জন্য তাকে আর অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে না।

৫। সার্ভারের সমস্যা বা সাইট রক্ষণাবেক্ষণের জন্য বা কোন দূর্ঘটনা বা অন্য যে কোন কারনে সাইট অনলাইনে না থাকলে তার জন্য কোন চার্জ প্রযোজ্য হবে না এবং গ্রাহককে অফলাইনে থাকা সময়টুকু ক্ষতিপূরণ হিসেবে পরবর্তীতে পূরণ করে দেয়া হবে। তবে জাতীয় দূর্যোগ যেমন ফাইবার অপটিক ক্যাবলে ত্রুটি ইত্যাদি যেকোন জাতীয় দূর্যোগে দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে তা এই ক্ষতিপূরণের আওতায় আসবে না।

৬। বিজ্ঞাপন তৈরি বাবদ কোন চার্জ প্রযোজ্য হবে না।

৭। কোন পূর্ব ঘোষনা দিয়ে বা না দিয়ে “দৈনকি পরিবর্তন ” কর্তৃপক্ষ এই শর্ত সমূহের যে কোনটি যে কোন সময় পরিবর্তন, পরিমার্জন বা পরিবর্ধনের সম্পূর্ন ক্ষমতা সংরক্ষণ করে।

বিজ্ঞাপন সংক্রান্ত যে কোন প্রয়োজনে এডমিনকে বলুন অথবা যোগাযোগ করুন +8801401127470 এই নম্বরে।

আর ইমেইল করুন এই ঠিকানায়ঃ [email protected]

 

স্পন্সর্ড আর্টিকেল দেবার নিয়মাবলী

এখন থেকে আপনি চাইলে আপনার পন্যের বিবরন সমৃদ্ধ যেকোন আর্টিকেলকে স্পন্সর্ড আর্টিকেল হিসেবে দিতে পারেন। যাতে করে পাঠকগণ যেকোন সময় ঐ স্পন্সর্ড আর্টিকেলগুলোর লিংক-এ ক্লিক করলেই পেয়ে যাবে বিস্তারিত সবকিছু। আর এজন্য আপনাকে প্রথমে যে পন্যের বিজ্ঞাপন দিতে চান, সেটি সম্পর্কে বিস্তারিত লিখে আমাদেরকে একটি মেইল করুন। আমরা আপনার জন্য সেটিকে গুছিয়ে আকর্ষণীয় করে তোলার পর নির্দিষ্ট একটি মাসিক ফি এর বিনিময়ে আমরা আপনার জন্য সেটিকে স্পন্সর্ড আর্টিকেল হিসেবে প্রকাশ করে দেব। ও, হ্যা, প্রথম ৫ জন স্পন্সর্ড আর্টিকেল দাঁতার জন্য রয়েছে বিশেষ ছাড়!!

বিস্তারিত জানতে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে +8801401127470

আর ইমেইল করুন এই ঠিকানায়ঃ [email protected]

 

সর্বশেষ আপডেট – 28/01/2020

সবার আগে সর্বশেষ খবর পেতে ‘দৈনকি পরিবর্তন ’এর সাথেই থাকুন।

All rights reserved © 2020-2024 dainikparibarton.com

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।