রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
শেখ সফিকুল ইসলাম সফিক
বানিয়াচং প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে হাফেজদের বৃহৎ সামাজিক সংগঠন হবিগঞ্জের বানিয়াচংঙ্গে তাহফিজুল কোরআনফাউন্ডেশন’র দ্বি- বার্ষিক কাউন্সিল সম্পন্নহয়েছে। রোববার (১৬ মে) সকাল ১১টায়বানিয়াচং গণগ্রন্থাগার কার্যালয়ে ফাউন্ডেশন এরসভাপতি হাফেজ শিব্বির আহমদ আরজু’রসভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজমাওলানা তাওহীদুল ইসলামের সঞ্চালণায় সভাঅনুষ্ঠিত হয়।
সভায় ফাউন্ডেশন এর বিগত দিনের সামাজিককার্যক্রমের সন্তোষ প্রকাশ করেছেন সদস্যরা এবংআগামীতে আরও দূর্দমণীয়ভাবে কাজ করার প্রতিগুরুত্বারূপ করা হয়। পরে মুফতি আবু ছালেহমিছবাহ এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানাফখরুদ্দিন এর সঞ্চালণায় কাউন্সিল অনুষ্ঠিত হয়।এতে হাফেজ শিব্বির আহমদ আরজুকে সভাপতি,হাফেজ মাওলানা তাওহীদুল ইসলামকে সাধারণসম্পাদক ও হাফেজ সুহাইল আহমদকেকোষাধ্যক্ষ করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠনকরা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন, সিনিয়রসহসভাপতি মুফতি আবু ছালেহ মিছবাহ,সহসভাপতি হাফেজ শাহনুর, যুগ্ম সাধারণসম্পাদক হাফেজ মাওলানা ফখরুদ্দিন আহমদ,প্রচার ও পাঠাগার সম্পাদক হাফেজ জামালআহমদ। নির্বাহী কমিটির সদস্যগণ হলেন, হাফেজআবু সাঈদ আহমদ, হাফেজ মমিনুল ইসলাম,হাফেজ মামুনুর রশিদ, হাফেজ মাওলানা খাইরুলআলম, হাফেজ আবিদ মিয়া, হাফেজ নাসিরউদ্দিন, হাফেজ মাওলানা নুরুল ইসলাম, হাফেজকামরুল ইসলাম, হাফেজ ইকবাল হোসাইন,হাফেজ সুজাত ও হাফেজ জাসেদ।
উল্লেখ্য, বানিয়াচং তাহফিজুল কোরআনফাউন্ডেশন এর কার্যক্রম হচ্ছে, বৃক্ষরোপণকর্মসূচী, অসহা-দরিদ্র মানুষকে সহায়তা প্রদান,গরীব মেধাবী ছাত্র
-ছাত্রীদের শিক্ষা উপকরণবিতরণ ও হিফজুল কোরআন প্রতিযোগিতাপ্রভৃতি। এ সংগঠনের অন্যতম উদ্দেশ্য হচ্ছেবানিয়াচংয়ে আন্তর্জাতিক মানের একটিহাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা।
তরুণ প্রজন্মকে বই পাঠে উদ্বুদ্ধকরণের লক্ষেবানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এরউদ্যোগে বানিয়াচং গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়২০১৬ সালে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।