বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
শেখ সফিকুল ইসলাম সফিক বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে অনুসন্ধান প্রতিবেদনে মোঃলালন মিয়ার কাছ থেকে জানতে পারা যায় তিনি অনেক দিন যাবত ডুমুর ফলের বাগান করার শখ ছিল আরব দেশ ও অন্যান্য দেশ থেকে ডুমুর ফলের কলুম সংগ্রহ করেন কোরানে বর্ণিত আছে বেহেশতের ফল,ডুমুর,লালন তার নিজ বাড়ির ছাদের উপরে ডুমুর ফলের বাগান রোপণ করেন এখন উনার বাগানে সরজমিনে গিয়ে দেখা যায় উনার বাগানে অনেক ফল গাছে ডুমুর বা ত্রিপল যাহা কোরআনে উল্লেখ আছে, আমি অনেক কষ্ট সাধনা করে বাড়ির ছাদের উপর বাগান করেছি। লালন মিয়া যানান আমার গাছে ফল ধরেছে,আল্লাহপাক আমার আশা পূরণ করেছেন আশাবাদী কিছু দিনের ভিতরে ফল পেকে যাবে ইনশাআল্লাহ, প্রতিদিন অনেক লোক আমার বাগান দেখার জন্য আমার বাড়ি আসেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।