মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে শনিবার (১৯ আগস্ট) জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে তাল বীজ বপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।এই কর্মসূচীর অংশ হিসেবে ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ি বাজার থেকে কাটাগাড়ি বাজার রাস্তার ২ কিলোমিটার পর্যন্ত প্রায় ৫’শতাধিক তাল বীজ বপন করছে ‘আমরা ছিন্নমূল মানব সেবা সংগঠন’।এসময় উপস্থিত ছিলেন,সংগঠনটির সভাপতি মো. হারুনার রশিদ সরকার,সাংগঠনিক সম্পাদক জাহিদ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো, মেহেদী হাসান,দপ্তর সম্পাদক মো. জুবায়ের হোসেন প্রমুখ।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে মো. হারুনার রশিদ সরকার বলেন, বাংলাদেশে অন্যানো জেলার মত সিরাজগঞ্জ জেলাও বজ্রপ্রবন এলাকা হিসেবে চিহ্নিত। মারান্তক ঝুকিপূর্ন এ জেলায় প্রতিবছর বজ্রপাতে কৃষসহ অনেকেই মারা যাচ্ছে। বজ্রপাত রোধে তাল গাছ ব্যাপকভাবে ভূমিকা রাখে। এসময় তাল গাছ তেমন চোঁখে পরে না। এছাড়াও অনেকে জেনে শোনেও তাল গাছ কেঁটে ফেলছেন বলে জানান তিনি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।