রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
শেখ সফিকুল ইসলাম সফিক বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধি-
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বন্যার কারনে জমে উঠেনি গরুর হাট।বন্যা ও করোনার মতো দুর্যোগের কারনে ক্রেতাদের উপস্থিতি ছিলো খুবই কম।এ নিয়ে গরু বিক্রেতা ও ইজারাদার হতাশ।সরেজমিনে-বানিয়াচং উপজেলার একমাত্র ৫/৬নং গরুর হাটে গেলে সেখানে তলিয়ে যাওয়া গরুর হাটটি চোখে পড়ে।এবং এলাকাবাসীর কাছ থেকে জানা যায় বন্যার কারনে আপাদত অস্থায়ী গরুর হাট বসেছে উপজেলা সদরের এড়ালিয়া ফুটবল খেলার মাঠে।সেখানে গিয়ে দেখা যায় অনেকেই গরু নিয়ে উঠেছেন হাটে।তবে তুলনামূলক গরু থাকা সত্যেও গ্রাহক ছিলো খুবই সীমিত।অপরদিকে-গরু বিক্রেতারা প্রতিবেদককে জানান অন্যান্য বছর ক্রেতা হয় অনেক,কিন্ত এবার বন্যা এবং করোনার মতো দুর্যোগের কারনে বিভিন্ন এলাকা থেকে ক্রেতা আসতে পারছেননা,তাই হয়তো এবার গরুর বাজার মন্দা চলছে।এ ব্যপারে গরুর হাট ইজারাদার ছায়েব আলী দৈনিক পরিবর্তকে জানান-নির্দিষ্ট গরুর হাট পানিতে তলিয়ে যাওয়ায় প্রশাসনের নির্দেশে এড়ালিয়া মাঠে গরুর হাট বসানো হয়েছে।কিন্ত বিক্রেতা এবং পাইকাররা উপজেলার বিভিন্ন বাজারে যত্রতত্র গরু নিয়ে উঠেছেন যা সম্পূর্ন আইন পরিপন্তি। এ বিষয়ে প্রশাসন ব্যবস্তা গ্রহন না করলে ইজারাদার ব্যপক লোকসানের মূখে পড়বেন।বিক্রেতা হেলাল মিয়া জানান গরু হাট পরিবর্তন হওয়ায় বিক্রেতারা নতুন হাটে আসছেন না।অপরদিকে বিভিন্ন সড়ক বন্যায় তলিয়ে যাওয়ায় ক্রেতারা হাটে না এসে বিভিন্ন পাড়া এবং লোকাল বাজার থেকে গরু ক্রয় করছেন।তাই হাটে ক্রেতা বিক্রেতা খুবই কম হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।