রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
ইয়াছিন আলি ইমন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়িতে গত বছর (২০২৪ সালের ০১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর) ৬৮ লাখ টাকার মূল্যের গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার ভারতীয় মাদক উদ্ধার করেছে পুলিশ। সে সময় ১৩৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বাদি হয়ে ১২৬টি মামলা দায়ের করেছে পুলিশ।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ এ তথ্য জানান।জানা গেছে, ফুলবাড়ী উপজেলাকে ভয়াবহ মাদকের কড়াল গ্রাস থেকে মুক্ত করতে পুলিশ ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।এবং আমরা সবসময় পুস্তুত থাকব। গত বছর মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ১২৬টি মামলাসহ ১৩৯ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।থানা সূত্রে জানা গেছে, ৩৬ কিলোমিটার সীমান্ত এলাকাসহ উপজেলাজুড়ে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০২৪ সালের ০১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গত এক বছরে মাদকদ্রব্য গাঁজা ২৮১ কেজি ৭০ গ্রাম, ফেন্সিডিল ১ হাজার ৩৬৬ পিস, ইয়াবা ট্যাবলেট ৩ হাজার ৪৫৯ পিস, মদ ২৮ বোতল ও স্ক্যাপ সিরাপ এক হাজার ৪৬৩ পিস, হেরোইন ১১ গ্রাম ও ট্যাপেন্টাডল ৯৯ পিস জব্দ করা হয়েছে। এ সময় ১৩৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ১২৬ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, প্রতিদিনই আমাদের মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে ও চলবে। স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন মানুষগুলো যদি পুলিশ বাহিনীকে সহযোগিতা করে এবং দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী যদি মাদকসহ অবৈধ পণ্য সামগ্রী প্রবেশের ব্যাপারে তৎপর হয়, তাহলে ফুলবাড়ীসহ বাংলাদেশের অভ্যন্তরে মাদকসহ অন্যান্য মালামাল প্রবেশ শূন্যের কোঠায় আসবে। তবেই মাদক চোরাচালান ও মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ী চিরতরে নির্মূল করা সম্ভব হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।