বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
মোঃ আরশাদ আলী স্টাফ রিপোর্টার ।
সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুর,বালিথা ও গাভা এবং ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামের ৫ দিন ব্যাপী শ্রী শ্রী সার্বজনীন শারদীয় বাসন্তী পূজা প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে১৯ এপ্রিল শুক্রবার সমাপ্তি হয়েছে।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবছরও বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ করতে দেবীর আগমন ঘটে এবং পৃথিবীতে শান্তির অভয় বানী দিয়ে সকল মানব জাতির কল্যাণ সাধন করে মহা ধুমধামের সাথে দেবীর গমন হয়।
বালিথা গ্রামের কমল ঘোষ জানান- প্রতিবছরের ন্যায় এবছরও আমাদের শ্রী শ্রী সার্বজনীন বাসন্তী পূজা কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণ ভাবে শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর এসব পূজা মন্ডপে বিপুল সংখ্যক ভক্তদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়। এসব ভক্তরা অশ্রুসিক্ত নয়নে পৃথিবীতে অশুভ শক্তির বিনাশ ও ভক্তবৃন্দের কল্যাণ কামনায় দেবী প্রতিমার বিসর্জন দেওয়া হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।