রবিবার, ১৩ Jul ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সকল প্রকার রাজনীত নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোবিপ্রবি শাখা।
আজ (২৯ জুন ,২০২৫) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শহিদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখার সভাপতি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) ২০১৭-১৮ সেশন এর শিক্ষার্থী আরিফুর রহমান ও সেক্রেটারি পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশন এর শিক্ষার্থী আরিফুল ইসলাম সৈকত সহ অন্যান্য নেতা কর্মীরা।
নোবিপ্রবি আইন -২০০১ এর ৪৭ (৫) ও (৬) নং ধারায় সকল শিক্ষক, শিক্ষার্থী , কর্মকর্তা ও কর্মচারীদের সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড থেকে নিষিদ্ধ থাকতে বলা হয়েছে। কোন প্রকার রাজনৈতিক কর্মকান্ড প্রকাশ্যে বা অপ্রকাশ্যেও প্রচারের জন্য নিষেধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম রিজেন্ট বোর্ডের আলোচ্যসূচি ৪৫ এর আলোকে সকল রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সম্প্রতি ৯ আগস্ট ২০২৪ তারিখে ৬৪ তম রিজেন্ট বোর্ডে সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে নোবিপ্রবি ছাত্র শিবিরের সেক্রেটারি আরিফুল ইসলাম সৈকত বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখার পক্ষ থেকে আমরা কেন্দ্রঘোষিত মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’- সম্পন্ন করেছি।
“❝একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে❞” — এই অঙ্গীকারকে সামনে রেখে আমরা গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষায় আমাদের ক্ষুদ্র কিন্তু অর্থবহ ভূমিকা রাখার চেষ্টা করেছি।
বৃক্ষরোপণ একটি সামাজিক ও অরাজনৈতিক কাজ। সেটিকে কোনভাবেই কোন রাজনৈতিক কাজের মধ্যে অন্তর্ভুক্ত করা সমীচীন নয়। বর্তমান সময়ের পরিবেশ সংকট, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বৃক্ষরোপণ একটি সময়োপযোগী ও অত্যাবশ্যক উদ্যোগ। আমরা বিশ্বাস করি— আজকের একটি চারাই হতে পারে আগামী দিনের জীবনের নিরাপত্তা।
এছাড়াও তিনি আরো বলেন, ইসলাম আমাদের শেখায়— “যদি তোমাদের কারো হাতে একটি চারা থাকে এবং কেয়ামত সংঘটিত হতে থাকে, তবুও যদি সে তা রোপণ করতে সক্ষম হয়, তবে সে যেন তা রোপণ করে।” ছাত্রশিবির সবসময়ই সমাজ ও দেশের কল্যাণে কাজ করে এসেছে এবং আগামীতেও পরিবেশবান্ধব, নৈতিকতাভিত্তিক সমাজ গঠনে দায়িত্ব পালন করে যাবে ইনশাআল্লাহ।
এ বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবি প্রক্টর এ. এফ. এম আরিফুর রহমান বলেন, আমাদের ক্যাম্পাসে সকল প্রকার দলীয় ব্যানারে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ছাত্র শিবির কেন এটা করল সেটা আগামীকাল (৩০জুন) ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আমরা সবাইকে আহবান করছি। একই সাথে যেসব কাজ নিষিদ্ধ সেগুলো থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের বিরত থাকার জন্য অনুরোধ করছি।
এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচি তে উপস্থিত ছিলেন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৭-১৮ ব্যাচের শিক্ষার্থী ফাহিম রহমান, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ২০১৮-১৯ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশন এর শিক্ষার্থী কাজী আব্দুল্লাহ, আবু সাঈদ, শিবলুর রহমান, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ২০১৯-২০ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মেহেদী এবং মোসলেহ উদ্দিন সাকিব।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।