বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৯:১৬ অপরাহ্ন
হাসান আলী সোহেল,বাগাতিপাড়া,নাটোর,প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়নে ৩টি কাঁচা রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে।
১ এপ্রিল শনিবার সকালে থেকে দুই টা পর্যন্ত পৃথক পৃথক ভাবে এ ৩টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে জামনগর ইউনিয়নে জামনগর কলেজ হতে ঘোষপাড়া পর্যন্ত ১৮০০ মিটার রাস্তা১ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে, গৈলারঘোপ লবার বাড়ি হতে সিদ্দিকের দোকান পর্যন্ত ৪৭৫ মিটার রাস্তা ৩৮ লক্ষ টাকা ব্যায়ে এবং বাঁশবাড়িয়া মুন্সিপাড়া হতে জায়গির পাড়া পর্যন্ত ১০৫০ মিটার রাস্তা ৭৮ লক্ষ টাকা ব্যয়ে এ তিনটি কাঁচা রাস্তার পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামিলীগ নেতা বেলাল আহমেদ প্রমুখ।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।