শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
স্বপন রবি দাশ হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান নারী ও শিশু নির্যাতন মামলা ও সি আর মামলার পরোয়ানা ভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধীত-০৩) এর এজাহার নামীয় প্রদান আসামী হলো নবীগঞ্জ উপজেলা ইমামবাঐ গ্রামের মো: মান্নান মিয়ার পুত্র মো: হাশিম মিয়া(২২)।
সিআর মামলা নং-৫১৮/২৪ এর গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামি হলো নবীগঞ্জ উপজেলার উত্তর গহরপুর গ্রামের মফিজ উল্লার পুত্র আফতাব উদ্দিন (৫৮)৷
গতকাল সোমবার রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, পিপিএম এর দিক নির্দেশনায় ও এসআই মোঃ তৌহিদুল ইসলাম, এস আই শুভ, এএসআই সুব্রত নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা ইমামবাঐ ও উত্তর গহরপুর পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে নারী শিশু নির্যাতন মামলার ও সি আর পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো কালাম হোসেন পিপিএম। তিনি বলেন গ্রেফতারকৃত আসামীদেরকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।